লাক্সারি ব্র্যান্ড প্রসাধনী প্যাকো রাবানি ফ্যান্টমের মডেল হলেন এবার বাংলাদেশের মুনিম এহসান । সম্প্রতি এই লাক্সারি ব্র্যান্ডটি নতুন একটি পারফিউম বের করেছে। আর এই পারফিউমের বাংলাদেশের পণ্যদূত হয়েছেন বাংলাদেশি মডেল মুনিম। মুনিমের পুরো নাম এ.এফ.এম.ইফতে খায়রুল এহসান হলেও শোবিজের সকলে তাকে মুনিম নামেই চিনেন।
২০০৭ সালে পরিচালক সাইফুল ইসলাম মান্নুর কোথাও কেউ নেই নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন মুনিম। পাশাপাশি মডেল হিসেবে সেভেন আপ, প্রাণসহ অনেক পণ্যের মডেল হয়েছেন। মুনিম বাংলাদেশে ইয়েলো, অ্যাপেক্স, স্টাইলসেল, ট্রেন্ডজ, টেক্সমার্ট, ওকাল্ট জিনস, নাবিলা বুটিকসহ অনেক ফ্যাশন হাউসের সঙ্গে কাজ করেছেন।
পেশাদার মডেল হিসেবে মুনিমের ক্যারিয়ার প্রায় ১৪ বছরের। বাংলাদেশের প্রথম সারির প্রায় সব ব্র্যান্ডের সঙ্গেই কাজ করেছেন। মুনিম বলেন, লাক্সারি ব্র্যান্ড প্রসাধনী প্যাকো রাবানি ফ্যান্টমের মডেল হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এটা আমার জন্য সত্যিই আনন্দের খবর । বেস্ট ইন ব্র্যান্ডকে ধন্যবাদ জানাচ্ছি। নামী ব্র্যান্ড সুন্দরা বিউটির অংশ হতে পেরে খুব ভালোলাগছে।