ইউনিক বিজনেস আইডি চালু হচ্ছে ৬ ফেব্রুয়ারি

, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 09:23:05

ই-কমার্সসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে তদারকির জন্য একটি স্বতন্ত্র ব্যবসা পরিচিতি নম্বর (ইউনিক বিজনেস বা ইউবি আইডি) চালু করতে যাচ্ছে সরকার। যা আগামী ৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু করবে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের উপসচিব (ডিজিটাল কমার্স সেল) মুহাম্মদ সাঈদ আলী গণমাধ্যমকে বলেছেন, আগামী ৬ ফেব্রুয়ারি ইউবি আইডি চালুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে চালু হবে। তবে করোনার কারণে অনুষ্ঠানটি ভার্চুয়ালি করার পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের।

দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে এই ইউবি আইডি চালুর উদ্যোগ নেওয়া হলেও পরে দেশের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকেই এই আইবি আইডি নিতে হবে। প্রথমে এই ইউবি আইডি বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকলেও পরে এই দায়িত্ব রেজিস্ট্রার অব জয়েন স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি)-এর হাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

এ সম্পর্কিত আরও খবর