সূচকের বড় পতনের মধ্যে দিয়ে শেয়ারবাজারে শেষ হয়েছে এ সপ্তাহের লেনদেন। একই সঙ্গে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তথ্য পর্যালোচনা করে এ চিত্র দেখা যায়।
আজ ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে যায়। বেলা ১২টার দিকে কিছু সময়ের জন্য ঘুরে দাঁড়ালেও সূচকের পতন ঠেকানো যায়নি। দিনশেষে আজ ডিএসইএক্স ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৯১ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট কমে ২ হাজার ৫৭৩ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৮ পয়েন্টে।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার, কমেছে ২৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
আজ বাজারটিতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪ কোটি ৯৯ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ২১৩ কোটি ৬৪ লাখ টাকার। সে হিসেবে আজ লেনদেন কমেছে ২০৮ কোটি ৬৫ লাখ টাকা।
আজ ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর। কোম্পানির লেনদেন হয় ১০৪ কোটি ৯১ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা ওরিয়ন ফার্মার লেনদেন হয় ৬৪ কোটি ৯০ লাখ টাকা এবং তৃতীয় অবস্থানি থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের লেনদেন হয়েছে ৫৪ কোটি ৩২ লাখ টাকা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ১৪৩ পয়েন্ট কমেছে। বাজারটিতে আজ লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি। এরমধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ২১৯টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।সিএসইতে আজ ৩৪ কোটি ৬৮ লাখ হাজার টাকার লেনদেন হয়েছে।