ইউক্রেন যুদ্ধ : শেয়ারবাজারে ধস

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 08:16:30

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের খবরে অস্থির হয়ে উঠেছে দেশের শেয়ার‍বাজার। গত কার্যদিবসের মতো আজও বড় পতনে লেনদেন শেষ হয়েছে দুই বাজারেই।

রোববার (২৭ ফেব্রুয়ারি ) প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই মূল্য সূচকের বড় পতন হয়েছে। ধারাবাহিক এই পতন চলতে থাকে বেলা সাড়ে ১২টা পযর্ন্ত। এরপর কিছু সময়ের জন‍্য সূচক ঘুরে দাঁড়ালেও সেটা স্থায়ী হয়নি। দিনশেষে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৭৬ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৬৭ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৫ পয়েন্টে।

আজ লেনদেনে অংশ নেয়া প্রায় ৯০ শতাংশের বেশি কোম্পানির শেয়ারদর কমেছে। রোববার ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ৩৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

সূচক ও শেয়ারদরের সঙ্গে ডিএসইতে কমেছে মোট লেনদেনের পরিমাণও। আজ বাজারটিতে লেনদেন হয় ৯১৬ কোটি ২৮ লাখ টাকা। গত কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫০ কোটি ২৮ লাখ টাকার। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩৩ কোটি ৯৯ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর। কোম্পানিটির লেনদেন হয়েছে ৫৬ কোটি ৯৬ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের লেনদেন হয়েছে `২৭ কোটি ৫২ লাখ টাকা এবং তৃতীয় অবস্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৭ লাখ টাকা।

শেয়ারবাজার বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে তেলের দাম বেড়ে যাবে। এর প্রভাবে মূল‍্যস্ফীতিতে প্রভাব ফেলবে। সেটার প্রভাব পুঁজিবাজারে চলে আসবে। এই আশঙ্কা থেকে অনেক বিনিয়োগকারী তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছে। যার ফলে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৫০৬ পয়েন্ট কমেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ৩০৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯টির, কমেছে ২৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম। সিএসইতে আজ ৩৩ কোটি ৫৩ লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর