না.গঞ্জে চলবে ইলেকট্রিক ট্রেন

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 01:54:04

সিঙ্গাপুর সরকারের সহায়তায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। যেটা চালু করা গেলে প্রতিদিন গড়ে এক লাখ ২০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বর্তমানে বিশ্বের ৩৮৮টি শহরে এই ট্রেন সার্ভিস চালু আছে।

জানা গেছে, সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কপোরেশন কর্তৃপক্ষের ‘লাইট র‌্যাপিড ট্রানজিট স্থাপন’ শীর্ষক একটি প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হয়। আজ (২০ নভেম্বর) মঙ্গলবার ওই প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসা. নাসিমা বেগম সাংবাদিকদের জানান, সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে পিপিপি পদ্ধতিতে নারায়নগঞ্জ সিটি করপোরেশনে লাইট র‌্যাপিড ট্রানজিট (এলআরটি) স্থাপনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ইলেকট্রিক ট্রেনে যাতায়াত করতে পারবে স্থানীয় জনগণ।

তিনি আরো জানান, স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে- দুটি রুটে এই ট্রেন চলবে। যার মধ্যে নারায়গঞ্জের নিতাইগঞ্জ থেকে চাষাড়া হয়ে সাইনবোর্ড পর্যন্ত (১১ কিলোমিটার) এবং চট্টগ্রাম রোড থেকে পঞ্চবটি পর্যন্ত (১২ কিলোমিটার)। দুই লাইনের ইন্টারচেইঞ্জ স্টেশন হবে চাষাড়ায়। দুই লাইন মিলে মোট দূরত্ব হবে ২৩ কিলোমিটার। পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন কদমরসুল পর্যন্ত এলআরটি সম্প্রসারিত হবে। প্রস্তাবিত এলআরটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের পর প্রাক্কলিত প্রকল্প ব্যয়, ভাড়া, লাইনের দূরত্ব, গতি, স্টেশনের সংখ্যা, কোচের সংখ্যা, যাত্রীর সংখ্যা ইত্যাদি সঠিকভাবে নিরুপন করা সম্ভব হবে।

নাসিমা বেগম বলেন, এটা সবে মাত্র নীতিগত অনুমোদন দেয়া হলো। এখন বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকার যৌথভাবে ফিজিবিলিটি স্ট্যাডি করবে। তারপর ব্যয়ের বিষয়টি ঠিক করা হবে। বিশ্বের ৩৮৮টি শহরে এ ধরনের ট্রেন চালু আছে।

জানা গেছে, প্রকল্প অনুযায়ী- গণপরিবহন ব্যবস্থার আওতায় নগরীর বিদ্যমান সড়কের মধ্যবর্তী মেডিয়ানের ওপর দিয়ে এলিভেটেড নির্মাণ করা হবে। ফলে নতুন করে কোনো জমি অধিগ্রহণ বা পুনর্বাসনের প্রয়োজন হবে না।

এ সম্পর্কিত আরও খবর