এখন থেকে দেশের শীর্ষস্থানীয় এইচআর সফটওয়্যার ‘ডিজিগো’-র ব্যবহারকারীরা বিকাশের ডিজিটাল পে-রোল সেবার মাধ্যমে তাদের কর্মীদের বেতন দিতে পারবেন।
সম্প্রতি ডিজিগো’র উদ্যোক্তা প্রতিষ্ঠান এসবিজনেসের সঙ্গে বিকাশের এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বিকাশের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর করেন সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান ইমতিয়াজ হালিম এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। এসময় আরও উপস্থিত ছিলেন বিকাশের হেড অব পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলম, সেবা প্ল্যাটফর্মের অঙ্গ প্রতিষ্ঠান এসবিজনেসের ভাইস প্রেসিডেন্ট ইসা আবরারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ডিজিগো একটি গ্লোবাল স্ট্যান্ডার্ড অ্যাপ যা যেকোনো কোম্পানির এইচআর সংক্রান্ত সমস্যাগুলো স্বয়ংক্রিয়ভাবে সমাধান করে দেশের এইচআর সেক্টরে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে।
উল্লেখ্য, বিকাশ পে-রোল সল্যুশন ব্যবহার করে কর্মীদের সরাসরি বেতন-ভাতা দেওয়া বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইতিমধ্যে দেশের প্রায় আট শতাধিক প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে।