দেড় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 20:39:06

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৩১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ১১শ কোটি টাকা। যা গত দেড় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ২০ ফেব্রুয়ারি ডিএসইতে ১ হাজার ১৪০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

লেনদেন বাড়ার পাশাপাশি ডিএসইতে সামান্য উত্থান ঘটেছে সূচকেরও। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। একই চিত্র দেখা গেছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

আজ লেনদেনের শুরুতে ডিএসইতে সূচক ঋণাত্মক হয়ে পড়ে। বেলা ১২টার দিকে সূচকের বড় পতন ঘটলে দেখা দেয় অস্থিরতা। তবে শেষ মূহুর্তের উত্থানে বড় পতনের হাত থেকে রক্ষা পাওয়া যায়। দিনশেষে ডিএসই প্রধান ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৫৭ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৮ পয়েন্টে এবং বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৪ পয়েন্টে।

বাজারটিতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির শেয়ার ও ইউনিটের দর।

আজ ডিএসইতে মোট লেনদেন হয় ১ হাজার ১১৬ কোটি ৯৪ লাখ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ডিএসইতে ৮০১ কোটি ৩২ লাখ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩১৫ কোটি ৬১ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ২৫ পয়েন্ট কমেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ৩০৯টি কোম্পানির মধ্যে ‍দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার ও ইউনিটের দাম। এদিন সিএসইতে লেনদেন হয় ৬১ কোটি ৫২ লাখ টাকা।

এ সম্পর্কিত আরও খবর