১৫ দিন শিল্পে ৪ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ

বিদ্যুৎ-জ্বালানী, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 04:00:28

গ্যাসের ঘাটতি মোকাবিলায় এবার শিল্পে ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা বিভাগ। ১২ এপ্রিল থেকে বিকেল ৫ হতে রাত ৯ টা পর‌্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পরবর্তী ১৫ দিন পর‌্যন্ত এই অন্তবর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে সকল শ্রেণির শিল্প গ্রাহকদের ওই সময় ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। গ্যাসের বিতরণ কোম্পানিগুলোর ভিজিলেন্স টিম এ বিষয়ে মনিটরিং করবে। সাময়িক সমস্যার জন্য পেট্রোবাংলার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

অনেক আগে থেকেই সিএনজি ফিলিং স্টেশন রেশন করা হচ্ছে। আগে থেকে ৫ ঘণ্টা বন্ধ ছিল ফিলিং স্টেশন, ৩০ মার্চ থেকে ১ ঘণ্টা বাড়িয়ে ৬ ঘণ্টা (৫-১১ টা) করা হয়।

এ সম্পর্কিত আরও খবর