জুলাইয়ে রেকর্ড ২.০৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 23:58:01

বৈশ্বিক অস্থিরতায় ডলার সংকটের মধ্যে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স নতুন আশার সৃষ্টি করেছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা ২ দশমিক শূন্য ৯ বিলিয়ন বা ২০৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এই সময়ে গড়ে প্রতিদিন দেশে রেমিটেন্স এসেছে ৬ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার।

এর আগে, ২০২০ সালের জুলাই মাসে প্রবাসীরা ২৫৯ কোটি ৮২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠায়, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাতে বিভিন্ন নীতি সহায়তা দিয়ে আসছে সরকার। এতে আগের চেয়ে বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এ কারণে অর্থবছরের প্রথম মাসেই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা। এছাড়া ঈদের মাস হওয়ায় এ মাসে তুলনামূলক বেশি রেমিট্যান্স এসেছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, গত ১০ জুলাই দেশে কোরবানির ঈদ উদযাপিত হয়। ঈদের আগে বরাবরের মতো এবারও রেমিট্যান্স প্রবাহে ঢল নামে। ঈদের ছুটির আগে সাত দিনেই ৯০ কোটি ৯৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। ছুটির পর তিন দিনে (১২ থেকে ১৪ জুলাই) পাঠিয়েছেন আরও ৩৩ কোটি ডলার। এরপর গত ১৫ ও ১৬ জুলাই সাপ্তাহিক ছুটির পর ১৭ থেকে ২১ জুলাই পাঁচ দিনে এসেছে ৪০ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলার। সব মিলিয়ে জুলাইয়ে ২০৯ কোটি ডলার, দেশীয় মুদ্রায় যা (এক ডলার সমান ৯৪ দশমিক ৭০ টাকা ধরে) ১৯ হাজার ৭৯২ কোটি ৩০ লাখ টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

উল্লেখ্য, দেশে রফতানি আয়, মাথাপিছু আয় বাড়লেও সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ কমেছে ১৫ শতাংশ। বিদায়ী অর্থবছরে (জুলাই-২১ থেকে জুন-২২) রেমিট্যান্স এসেছে ২১ দশমিক শূন্য ৩ বিলিয়ন মার্কিন ডলার। এটি ২০২০-২১ অর্থবছরের চেয়ে ১৫ শতাংশ বা ৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার কম। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ডলার। সর্বশেষ জুন মাসে প্রবাসীরা ১৮৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠান।

এ সম্পর্কিত আরও খবর