বরিশালে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 09:43:28

"ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন" এই প্রতিপাদ্যে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে তিনটি ক্যাটাগরিতে বরিশাল বিভাগে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় নগরীর হোটেল গ্র্যান্ড পার্কের সাউথ গেট বলরুমের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার উদ্যোগে এ সম্মাননা প্রদান  অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার মোঃ মোস্তবা আলীর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোশারফ হোসেন।

সরকারি বরিশাল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এটিএম কামরুজ্জমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মকবুল হোসেন পাইক, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশেদুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বরিশাল বিভাগের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে সম্মাননা স্মারক পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে, উৎপাদন পর্যায় ক্যাটাগরিতে, বরিশালের মোহাম্মদী ইলেকট্রিক ওয়্যারস এন্ড ক্যাবল ইন্ডাঃ লিঃ, পটুয়াখালীর সিকদার কেমিক্যাল ওয়ার্কস, ভোলার শাহবাজপুর গ্যাস ফিল্ড, বরগুনার মেসার্স হক কেমিক্যাল ওয়ার্কস, ঝালকাঠির সাবিহা কেমিক্যাল ওয়ার্কস।

সেবা পর্যায় ক্যাটাগরিতে, বরিশালের হোটেল গ্র্যান্ড পার্ক, পটুয়াখালীর পর্যটন হলিডে হোমস, বরগুনার মেসার্স তাজ হোটেল এন্ড রেস্টুরেন্ট, পিরোজপুরের হোটেল রিল্যাক্স, ঝালকাঠির সারেং ফার্নিচার।

ব্যবসা পর্যায় ক্যাটাগরিতে, বরিশালের এ এম চ্যানেল, পটুয়াখালীর কুয়াকাটা মটরস, ভোলার ওয়ালটন প্লাজা, বরগুনার মেসার্স রাব্বানী স্টোর, পিরোজপুরের মেসার্স বিএম মটরস।

এ সম্পর্কিত আরও খবর