সিপিডির রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: অর্থমন্ত্রী

ব্যাংক বীমা, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 13:17:42

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রতিবেদনে দেশের ব্যাংকখাতে গত ১০ বছরে ২২ হাজার কোটি টাকা লুটপাটের যে তথ্য প্রকাশিত হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন অর্থমন্ত্রী আবদুল মাল আবুল মুহিত।

তিনি বলেন, ‘সিপিডির এই  তথ্য সম্পর্কে এর আগে আমি রাবিশ আখ্যায়িত করেছি।’

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী তাঁর অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

দেশে কর্মসংস্থানের জন্য বিশ্বব্যাংকের ছয় হাজার তিন কোটি টাকর ঋণ অনুমোদন প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ‘২২ হাজার কোটি টাকা লোপাট হয়ে যায়নি। কিছু টাকা উদ্ধার হতে পারে। আর এ টাকার বিপরীতে তো ব্যাংকগুলো প্রভিশন রেখেছে। তাই এর অংশ কিছু উদ্ধার হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।’

মুহিত বলেন, ‘সম্ভবত সিপিডির সভাপতি মিস্টার রেহমান সোবাহান দেশের ব্যাংক থেকে ২২ হাজার কোটি টাকা লোপাটের বিষয়টি বুঝেন নাই।’

বিশ্ববাংকের ঋণের ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের জব প্রবৃদ্ধি হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভাল। কিন্তু আগের থেকে দেশের জব গ্রোথ পড়ে গেছে এবং এ জবগ্রোথের ইমব্যালেন্স হতে পারে। দেশে জবলেস গ্রোথ হয়নি, সেটা লেস জব গ্রোথ হয়েছে। আগে ছিল দুই দশমিক ৭৮ শতাংশ এবং এখন সেটা কমে এক দশমিক চার শতাংশ।’

‘বিশ্বব্যাংকের কর্মসংস্থান কর্মসূচির ঋণের সময় ৩০ বছর ও গ্রেস পিরিয়ড পাঁচ বছর। এ ঋণের সুদের হার খুব কম, দুই শতাংশ।’

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর ঋণ কেলেঙ্কারির বিষয়ে দুর্নীতি দমন কমিশন কিছু করেনি- এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দুদুক বাচ্চুর ব্যাপারে কী করছে তা আমি জানি না। চোখের সামনে থেকে এখন বাচ্চু চলে গেছে, সেই জন্য আমি খুব খুশি। এখন সে কোথায় আছে তা আমি জানি না। বাচ্চু একজন প্রতারক ও চোর।’

ইকনমিক ইন্টিলিজেন্স ইউনিটের আওয়ামী লীগ আবারো ক্ষমতা আসার রিপোর্ট প্রসঙ্গে মুহিত বলেন, ‘ভাল রিপোর্ট, তবে এরা অনেক সময় উল্টাপাল্টা রির্পোটও করে। তারা আবার বলেছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও অস্থিতিশীলতা থাকবেই। প্রত্যেকটা দেশেই এমন অস্থিরতা থাকেই, এ নিয়ে ভাবার বিষয় আছে বলে মনে করি না।’ 

এ সম্পর্কিত আরও খবর