রেমিট্যান্সের পালে হাওয়া

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 19:57:07

ডলারের চাহিদা মেটানোর অন্যতম উৎস প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পালে হাওয়া লেগেছে। চলতি মার্চ মাসের প্রথম ১৪ দিনে ৯৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (এক ডলার সমান ১০৮ টাকা হিসাবে) ১০ হাজার ৮০১ কোটি ১৭ লাখ টাকা।

রোববার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলমান জুলাইয়ের দুই সপ্তাহে দৈনিক গড়ে ৭ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। স্থানীয় মুদ্রায় যা প্রায় ৭৭১ কোটি টাকার বেশি। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

চলতি মাসের প্রথম ১৪ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ৭২ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৯৪ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮২ কোটি ৫১ লাখ ডলার। আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৩৬ লাখ ৯০ হাজার ডলার এসেছে।

এর আগে জুনে ২১৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত ৩ বছরের মধ্যে যা সর্বোচ্চ। সবশেষ ২০২০ সালের জুলাইয়ে রেকর্ড ২৫৯ কোটি ৮২ লাখ ডলার এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে অনেক বাংলাদেশি বিদেশে গেছেন। বৈধপথে রেমিট্যান্স পাঠাচ্ছেন তারা। ব্যাংকিং চ্যানেল নিরাপদ হওয়ায় একে বেছে নিচ্ছেন প্রবাসীরা। ফলে প্রবাসী আয় বাড়ছে।

তবে আলোচিত সময়ে এখন পর্যন্ত ৯ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে- রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আছে- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক ও সিটিজেন্স ব্যাংক। আর বিদেশি ব্যাংকের তালিকায় রয়েছে- হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

এ সম্পর্কিত আরও খবর