বিকাশ থেকে বাংলালিংকে সর্বোচ্চ রিচার্জকারী জিতে নিলেন মোটরবাইক

, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-20 14:16:37

বিকাশ থেকে বাংলালিংক নাম্বারে সর্বোচ্চ অ্যামাউন্ট রিচার্জ করে এক লক্ষ ছয় হাজার টাকা মূল্যের মোটরবাইকের মেগা প্রাইজ কুপনসহ গ্রাহকরা জিতলেন নানা অঙ্কের ক্যাশব্যাক। মেগা প্রাইজ কুপন বিজয়ী একজনসহ সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনে প্রতিদিন ৭০ জন করে মোট ৪৯০ জন পেয়েছেন ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

সম্প্রতি বিকাশ কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীর হাতে তুলে দেয়া হয় মোটরবাইকের মেগা প্রাইজ কুপন।

ক্যাম্পেইনটি চলাকালে প্রতিদিন বিকাশ থেকে বাংলালিংক নাম্বারে সর্বোচ্চ অ্যামাউন্ট রিচার্জকারী একজন গ্রাহক পেয়েছেন ১০,০০০ টাকা ক্যাশব্যাক, ২য় থেকে ৪র্থ স্থান পর্যন্ত সর্বোচ্চ অ্যামাউন্ট রিচার্জকারীরা পেয়েছেন ৫,০০০ টাকা ক্যাশব্যাক। এবং পরবর্তী সর্বোচ্চ রিচার্জকারী ৬৬ জন পেয়েছেন ১০০ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের অন্যতম জনপ্রিয় সেবা- অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে মোবাইল রিচার্জ। আর এই সেবায় বিকাশের সঙ্গে শুরু থেকেই যুক্ত আছে দেশের অন্যতম শীর্ষ টেলিকম অপারেটর বাংলালিংক। গ্রাহকদের মোবাইল ফোনের রিচার্জকে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতেই এই ক্যাম্পেইনটি এনেছিলো বিকাশ।

এ সম্পর্কিত আরও খবর