টানা দ্বিতীয় দিনের মতো পতন হয়েছে দেশের শেয়ারবাজারে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই আজ কমেছে। একইসঙ্গে কমেছে শেয়ার লেনদেনের পরিমাণও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে ১১ কোটি ১৭ লাখ ২৪ হাজার ৭৪৬টি শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনকৃত এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৪০৯ কোটি ৯৭ লাখ টাকা। আগের কর্মদিবসে (রোববার) এক্সচেঞ্জটিতে ৪১৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ আজ ডিএসইতে লেনদনে কমেছে ৯ কোটি টাকা।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া শতাধিক কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর প্রভাবে এক্সচেঞ্জটির প্রধান মূল্য সূচক 'ডিএসই এক্স' ১১ দশমিক ৯২ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৫ পয়েন্টে নেমে এসেছে। গত কয়েকদিন ধরেই কমছে ডিএসইর প্রধান সূচক। গতকালও 'ডিএসই এক্স' ১৪ দশমিক ১০ পয়েন্ট হারিয়েছিল। আর গত ৫ কার্যদিবসে সূচকটি হারিয়েছে ৩১ পয়েন্ট।
প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও কমেছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক 'ডিএস ৩০' আজ ৪ দশমিক ৯১ পয়েন্ট হারিয়েছে। আরেক সূচক 'ডিএসই এস' কমেছে ৩ দশমিক ৭৪ পয়েন্ট।
সোমবার ডিএসইতে ৩০৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ১০৫টি কোম্পানির শেয়ারদর কমেছে। দর বেড়েছে মাত্র ৪২ প্রতিষ্ঠানের শেয়ারের। বাকি ১৫৯ কোম্পানির শেয়ারের দাম এদিন অপরিবর্তিত ছিল।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এক দিনে কোম্পানিটির ১৮ কোটি ৮১ লাখ টাকা মূল্যের ৩০ লাখ ৫ হাজার ৭৭৮টি শেয়ার হাতবদল হয়েছে।
এদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন হয়েছে। এক্সচেঞ্জটির সার্বিক সূচক 'সিএএসপিআই' সোমবার ২৯ দশমিক ৫৬ পয়েন্ট হারিয়েছে। দিনভর সিএসইতে ১৫৯ প্রতিষ্ঠানের ৫ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার ১৫৭ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া মাত্র ২৪ কোম্পানির শেয়ারদর আজ বেড়েছে। শেয়ারদর হারিয়েছে ৬৩ প্রতিষ্ঠান। বাকি ৭২ কোম্পানির শেয়ারের দাম এদিন অপরিবর্তিত ছিল।