সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে দরপতন

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-19 11:38:23

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে বড় পতনে লেনদেন চলছে। দিনের শুরুতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই নিম্নমূখী। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৯ নভেম্বর) বেলা সোয়া ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসইএক্স' ১০ দশমিক ৫২ পয়েন্ট হারিয়েছে। শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক 'ডিএসই এস' হারিয়েছে ৪ দশমিক ৪৮ পয়েন্ট। আরেক সূচক 'ডিএস ৩০' এখন পর্যন্ত ৫ দশমিক ৫৩ পয়েন্ট কমেছে।

বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসইতে ২৩৭ প্রতিষ্ঠানের ৫ কোটি ৩৮ লাখ ২০ হাজার ৪৮০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এস শেয়ারের বাজারমূল্য ১৪৭ কোটি ৭৮ লাখ টাকা।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৫ প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। দর কমেছে ৮০টির। বিপরীতে ৫২ কোম্পানির শেয়ারদর এখন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বেলা সোয়া ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনেদেনে এগিয়ে আছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন পর্যন্ত কোম্পানিটির ২২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর