এক ঘণ্টায় দেড়শ কোটি টাকার শেয়ার লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-11-20 11:24:14

দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। প্রথম ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেড় শ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২০ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' দশমিক ৫৯ পয়েন্ট হারিয়েছে। একই সময়ে বাছাই করা কোম্পানিগুলোর সূচক 'ডিএস ৩০' হারিয়েছে ১ দশমিক ২৮ পয়েন্ট৷ তবে আরেক সূচক 'ডিএসই এস' এখন পর্যন্ত দশমিক ০৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

প্রথম ঘণ্টায় ডিএসইতে ২৪১ প্রতিষ্ঠানের ৭ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৬০৫টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ১৫২ কোটি ৩৯ লাখ টাকা।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৩টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। দর কমেছে ৭৬টির, বিপরীতে মাত্র ৫২ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

এখন পর্যন্ত ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেডের। এক ঘণ্টায় কোম্পানিটির ২৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর