সপ্তাহ শেষে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। টানা চার দিনের পতন শেষে মিশ্র প্রতিক্রিয়ার পর আজ শেয়ারবাজারের সব সূচকই ছিল ঊর্ধ্বমুখী প্রবণতায়। তবে দিন শেষে লেনদেন কিছুটা কমে আবারও ৩০০ কোটির ঘরে নেমে এসেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ৯ দশমিক ২৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। লেনদেন শেষে 'ডিএসই এক্স' স্থির হয়েছে ৬ হাজার ২৩৩ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকও ঊর্ধ্বমুখী ছিল। শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর 'ডিএসই এস' সূচকে যোগ হয়েছে ১ দশমিক ৯৪ পয়েন্ট। আর বাছাই করা কোম্পানিগুলোর সূচক 'ডিএস ৩০' এদিন ৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে শেয়ার লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। দিনভর এক্সচেঞ্জটিতে ২৯৭ প্রতিষ্ঠানের ১১ কোটি ১৪ লাখ ২০ হাজার ৯৭টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৩৭০ কোটি ৩৭ লাখ টাকা। আগের কার্যদিবসে (বুধবার) ৪০৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। এ হিসেবে একদিনে ডিএসইতে লেনদেন কমেছে ৩৯ কোটি ২০ লাখ টাকা।
সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭১টির শেয়ারদরই অপরিবর্তিত ছিল। দর বেড়েছে ৭১ কোম্পানির শেয়ারের। বিপরীতে ৫৫ কোম্পানির শেয়ারের দাম এদিন কমেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসেও ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার মূল্যের শেয়ার লেনদেন হয়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। একদিনে কোম্পানিটির ২৬ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ কোটি ১৮ লাখ ১৩ হাজার ১৩৭টি শেয়ার হাতবদল হয়েছে। ফলে কোম্পানিটি আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে। গতকালও ২২ কোটি টাকা মূল্যের শেয়ার হাতবদল হওয়ায় লেনদেনের শীর্ষে ছিল সিরামিক খাতের কোম্পানিটি।
কয়েক বছর ধরে লোকসানে থাকা জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড গতকাল বুধবার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির নেতৃত্ব দিয়েছে। গতকালের তুলনায় আজ কোম্পানিটির শেয়ারের দাম ১১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ারদর কমেছে ৫০ পয়সা বা ৪ দশমিক ০৯ শতাংশ।
এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক 'সিএএসপিআই' আজ ২২ দশমিক ০২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। দিনভর এক্সচেঞ্জটিতে ১৪৩ প্রতিষ্ঠানের ১১ কোটি ৮০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭০টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। দর বেড়েছে ৪২ কোম্পানির, বিপরীতে ৩১ প্রতিষ্ঠান বুধবার সিএসইতে শেয়ারদর হারিয়েছে।