টানা তৃতীয় সপ্তাহের মতো দেশের পুঁজিবাজারে বাজার মূলধন কমেছে। বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীরা হারিয়েছেন দুই হাজার ৭০০ কোটি টাকার বেশি। একইসঙ্গে টানা দ্বিতীয় সপ্তাহের মতো লেনদেনের পরিমাণও কমেছে। এছাড়াও সপ্তাহজুড়ে সব মূল্য সূচকের পতন দেখেছে শেয়ারবাজার।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, বড় পতন দিয়েই বিদায়ী সপ্তাহ শুরু করে দেশের পুঁজিবাজার। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ১৬ দশমিক ১৬ পয়েন্ট হারায়। সোমবার ও মঙ্গলবারও এ সূচকটি কমেছিল। পরের দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) ঊর্ধ্বমুখী ছিল এ সূচক। আর তিন দিনের পতনে সপ্তাহ শেষে সূচকটি সর্বমোট ২৩ দশমিক ৪৪ পয়েন্ট হারিয়ে ৬ হাজার ২৩৩ পয়েন্টে নেমে আসে৷ আগের সপ্তাহেও 'ডিএসই এক্স' ১৪ পয়েন্ট হারিয়েছিল।
প্রধান সূচকের সঙ্গে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকও কমেছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক 'ডিএস ৩০' এক সপ্তাহে ১২ দশমিক ২২ পয়েন্ট কমেছে। শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক 'ডিএসই এস' কমেছে ৬ দশমিক ৭৪ পয়েন্ট।
সূচকের সঙ্গে গত সপ্তাহে ডিএসইতে শেয়ার লেনদেনের পরিমাণও কমেছে। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটিতে ৩৭৮ প্রতিষ্ঠানের ৬৮ কোটি ৯৩ লাখ ১৫ হাজার ৮০৯টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল দুই হাজার ২ কোটি ১০ লাখ টাকা। এর আগের সপ্তাহে ডিএসইতে দুই হাজার ১৭৫ কোটি ২৭ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রধান শেয়ারবাজারের লেনদেন কমেছে ১৭৩ কোটি ১৭ লাখ টাকা। এর আগের সপ্তাহেও এক্সচেঞ্জটিতে লেনদেন কমেছিল ৪২২ কোটি ২৯ লাখ টাকা।
টানা তৃতীয় সপ্তাহের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৫ হাজার ২৪২ কোটি ৫১ লাখ টাকা। সপ্তাহ শেষে যা কমে দাঁড়ায় ৭ লাখ ৭২ হাজার ৪৯১ কোটি ৫৫ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ২ হাজার ৭৫০ কোটি ৯৫ লাখ টাকা। এর আগের সপ্তাহেও বিনিয়োগকারীদের মূলধন তিন হাজার ৯৬৭ কোটি টাকা কমেছিল।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৫ প্রতিষ্ঠানেরই শেয়ার দর অপরিবর্তিত ছিল। দর হারিয়েছে ১২০ কোম্পানি। বিপরীতে মাত্র ৪৩ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। অপরদিকে ২৬ প্রতিষ্ঠান গত সপ্তাহে শেয়ার লেনদেনে অংশ নেয়নি।
সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজারে চমক দেখিয়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 'বি' ক্যাটারির কোম্পানিটি গত সপ্তাহে ডিএসইতে লেনদেন ও দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে। পাঁচ কার্যদিবসে সিরামিক খাতের কোম্পানিটির শেয়ারের দাম ২৭ দশমিক ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহে ফু-ওয়াং সিরামিকের ১৫৮ কোটি ৯৬ লাখ টাকা মূল্যের ৭ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৯৮১ টি শেয়ার হাতবদল হয়েছে। অপরদিকে সপ্তাহজুড়ে সর্বোচ্চ দরপতন হওয়া এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে ১৪ দশমিক ৬২ শতাংশ।