ইমাম বাটনের লেনদেন কার্যক্রম তদন্তের নির্দেশ

, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-11-28 18:22:29

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের অস্বাভাবিক শেয়ার লেনদেনের বিষয়ে তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে ডিএসইকে এ নির্দেশনা দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর ডিএসইতে ইমাম বাটনের শেয়ারদর ছিল ১০৪ টাকা ৪০ পয়সা৷ ২৬ অক্টোবর শেয়ােটি ১৯৪ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। এ সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ারদর ৮৯ টাকা ৭০ পয়সা বৃদ্ধি পেয়েছে। শতাংশ হিসেবে দর বৃদ্ধির পরিমাণ ৮৫ দশমিক ৯১ শতাংশ।

বিএসইসি ইমাম বাটনের শেয়ারদর বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছে। এজন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে কোম্পানিটির শেয়ার লেনদেনের কার্যক্রম তদন্ত করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে।

১৯৯৬ সালে দেশের পুঁজিবাজারের ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত হয় ইমাম বাটন। তালিকাভুক্তির পর ২০১০ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে নামমাত্র ১ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এ সম্পর্কিত আরও খবর