যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি ২৪ দশমিক ৭৫ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি-অক্টোবর সময়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি কমেছে ২২ দশমিক ৭১ শতাংশ। এ সময়কালে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৬৭ দশমিক ২৬ বিলিয়ন ডলারের পোশাক আমদানি। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৮৭ দশমিক ০৩ বিলিয়ন ডলার।
আর চলতি বছরের জানুয়ারি-অক্টোবর সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি হয়েছে ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। আর গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৮ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। সে হিসাবে রফতানি কমেছে ২৪ দশমিক ৭৫ শতাংশ।
ওটেক্সার তথ্য বলছে, পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি ২৯ দশমিক ৫১ শতাংশ কমে ১ দশমিক ৯৫ বিলিয়ন বর্গমিটারে দাঁড়িয়েছে। গত বছর একই সময়ে এটি ছিল ২ দশমিক ৪১ বিলিয়ন বর্গমিটার।
এদিকে রফতানির পরিমাণ কমলেও যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক হিসেবে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিতই আছে। এ তালিকায় শীর্ষে রয়েছে চীন।