টানা সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন পুঁজিবাজারে

, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-26 07:53:43

সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৮ পয়েন্ট। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচক কমেছে ৩৭। এর ফলে গত ২৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণার পর দিন থেকে টানা পাঁচ কার্যদিবসে সূচকের দরপতন হলো। সোমবার (০৫ ফেব্রুয়ারি) সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। টানা পঞ্চম দিনের দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নেমে এসেছে ছয় মাস আগের পর্যায়ে। সোমবার লেনদেন শুরুর পর সূচক সামান্য বাড়লেও পরে হুড়মুড় করে পড়তে শুরু করে। ১০টা ৫২ মিনিটে সূচক কমে যায় আগের দিনের চেয়ে ১.৯৮ শতাংশ। সোয়া ১১টার দিকে আবার খানকিটা বেড়ে ফের সূচক কমতে শুরু করে। এই ধারা চলে পৌন ১২টা পর্যন্ত। তারপর ওঠানামার মধ্যে দিয়ে ৬ হাজার ৮৬৯ পয়েন্টে লেনদেন শেষ হয়। এই পতন আগের দিনের তুলনায় কম হলেও গত পাঁচ দিনের টানা দরপতনে সূচক পৌঁছে গেছে গতবছরের অগাস্টের পর্যায়ে। ২৩ অগাস্ট এ বাজারের প্রধান সূচক ছিল ৫ হাজার ৮৫৫ পয়েন্টের ঘরে। কেবল এ বছরই ডিএসইএক্স হারিয়েছে ৬ শতাংশ পয়েন্ট। ডিএসইর তথ্য মতে, এদিন বাজারে ১১ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ৩৫৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪৪০কোটি ৪২ লাখ ৮১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৯০ লাখ ৮৫ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩২৯ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার টাকা। ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক  দশমিক ২৯ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। লেনদেনের ভিত্তিতে ডিএসইতে হাতবদল হওয়া ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো, স্কয়ার ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, মুন্নু সিরামিকস, রেনেটা, আলিফ ইন্ডান্ড্রিজ ও বিডি ফাইন্যান্স। দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- সোনারগাঁ টেক্সটাইল, ইসলামি ইন্সুরেন্স, দুলামিয়া কটন স্পিনিং মিলস্‌, সেলভো কেমিক্যাল, লিব্রা ইনফিউশনস, সামিট এলায়েন্স পোর্ট, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, রূপালী ইন্সুরেন্স কোম্পানি, ট্রাস্ট ব্যাংক এবং ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি। দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি, ইউনাইটেড ইন্সুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সেন্টাল ইন্সুরেন্স কোম্পানি, ফার্স্ট ফাইন্যান্স, কর্ণফুলী ইন্সুরেন্স কোম্পানি, সমতা লেদার কমপ্লেক্স এবং মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ । অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৭ পয়েন্ট কমে ১০ হাজার ৯৬৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৬ লাখ ৯২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৬ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার ৭৯০ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১২০ কোটি ৪০ লাখ টাকার। এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।

এ সম্পর্কিত আরও খবর