মটরশুঁটি চাষে ঝুঁকছেন মেহেরপুরের চাষিরা

, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-30 09:30:16

একটা সময় মেহেরপুরের অনাবাদি জমিতে মটরশুঁটি চাষ হতো। এখন সমতল জমিতেও এ রবিশস্যের চাষ হচ্ছে। জেলা এখন মটরশুঁটি চাষ করে লাভবান হচ্ছে কৃষক। মেহেরপুরের গাংনী উপজেলায় মটরশুঁটি চাষ লক্ষণীয়। এবার সমতলসহ অনাবাদি মিলে ৫০ হেক্টর জমিতে মটরশুঁটির আবাদ হয়েছে। জেলার মটরশুঁটি চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, এ অঞ্চলের কৃষকরা মূলত ধান চাষের ওপর নির্ভরশীল। কাজিপুর গ্রামের কৃষক মোস্তফা জানান, এবার তিনি একবিঘা জমিতে মটরশুঁটি চাষ করেছেন। ক্ষেতে মটরশুঁটি গাছের অবস্থা দেখে মনে হয় এবার আমাদের ভাগ্যর অনেকটা পরিবর্তন হবে। একই গ্রামের সামাদ আলী, আবুল হোসেন, মজনু খাঁ জানান, প্রতি একর জমিতে মটরশুঁটি আবাদে হাল চাষ, বীজ, সারসহ সর্বসাকুল্যে খরচ হয় ১৫ হাজার টাকা। প্রতি একর জমিতে অন্তত ৩৩ থেকে ৩৫ মণ মটরশুঁটি উৎপাদন হয়। বর্তমান বাজার দরে প্রতি একরের উৎপাদিত মটরশুঁটি ৫০ থেকে ৬০ হাজার টাকা বিক্রি করা যাবে। মেহেরপুরের গাংনীর চিৎলা বীজ খামারে দেখা যায় মটরশুঁটি ক্ষেতের সবুজের সমারোহ। ফুলে ফলে ভরে গেছে মটরশুঁটি গাছ। জেলা শহরের কাচাবাজারে দেখা যায় প্রতিদিন কয়েকমণ মটরশুঁটি সবজি হিসেবে বিক্রি হচ্ছে। মটরশুঁটি বিক্রেতা আকবর আলী জানান, এখন যেকোন সবজির স্বাদ বাড়াতে মটরশুঁটির মিশেল দেয়। এজন্য দিনদিন মটরশুঁটির ভোক্তা বাড়ছে। জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আক্তারুজ্জামান বাসসকে জানান, কম খরচে প্রচুর লাভ হওয়ায় দিন দিন কৃষকরা মটরশুঁটি আবাদের দিকে ঝুকে পড়ছে। এবার মটরশুঁটির বাম্পার ফলন হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর