বাংলাদেশে বিনিয়োগ করছে ভারতীয় কোম্পানি সাকাতা

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪ | 2023-08-31 03:58:31

বাংলাদেশে জমি লিজ নিয়ে তরল কালি তৈরির কারখানা তৈরি করার জন্য দেশীয় প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় প্রতিষ্ঠান সাকাতা প্রাইভেট লিমিটেড।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশন থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

চুক্তি অনুযায়ী, ভারতীয় প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। একসঙ্গে ১০০টির বেশি কর্মসংস্থানের তৈরি করবে। চুক্তিটি মেঘনা গ্রুপের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের (এমআইইজেড) সাথে সম্পন্ন করেছে ভারতীয় সাকাতা গ্রুপ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তাফা কামাল, সাকাতা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ভি কে সেথ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে, বাংলাদেশে ভারতীয় প্রতিষ্ঠানের বিনিয়োগ ক্রমান্বয়ে বাড়ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে ভারত বাংলাদেশর মংলা, ভেড়ামারা ও মিরসরাইয়ে তিনটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। আর ২০২০ সালের মধ্যে মংলার অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়নের মুখ দেখবে বলেও নিশ্চিত করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর