পাঁচ কোম্পানির লভ্যাংশ জমা

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 08:23:31

পুঁজিবাজারের তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরে যে লভ্যাংশ ঘোষণা করেছে তা শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। কোম্পানি ৫টি হলো- ন্যাশনাল পলিমার, এসিআই ফর্মুলা, এসিআই, খুলনা পাওয়ার এবং ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

ন্যাশনাল পলিমার

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২২ শেয়ার লভ্যাংশ দিয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ ডিএসই’কে জানিয়েছে, ইতোমধ্যে শেয়ার লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা করা হয়েছে।

সমাপ্ত অর্থবছরে (৩০ জুন, ২০১৮) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৪ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে (৩০ জুন, ২০১৭) কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৭৪ পয়সা এবং এনএভি ছিল ৪২ টাকা ০২ পয়সা।

এসিআই ফর্মুলা

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ ডিএসই’কে জানিয়েছে, ইতোমধ্যে নগদ লভ্যাংশ অনলাইনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

সমাপ্ত অর্থবছরে (৩০ জুন, ২০১৮) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৫ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে (৩০ জুন, ২০১৭) কোম্পানিটির ইপিএস ছিল ৫ টাকা ৮৫ পয়সা এবং এনএভি ছিল ৫৪ টাকা ৩৫ পয়সা।

এসিআই

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১১৫ শতাংশ নগদ ও সাড়ে ৩ শতাংশ শেয়ার লভ্যাংশ দিয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ ডিএসই’কে জানিয়েছে, ইতোমধ্যে নগদ লভ্যাংশ অনলাইনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আর যেসব বিনিয়োগকারীর ব্যাংক অ্যাকাউন্ট অনলাইন না তাদের ৯ ও ১০ জানুয়ারি ৯ মতিঝিল বাণিজ্যিক এলাকায় কোম্পানির শেয়ার অফিস থেকে সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে। তবে যারা ডিভিডেন্ট ওয়ারেন্ট সংগ্রহ করতে পারবেন না তাদের নিজ নিজ ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লভ্যাংশ পাঠানো হবে।

সমাপ্ত অর্থবছরে (৩০ জুন, ২০১৮) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৭৩ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২৯ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে (৩০ জুন, ২০১৭) কোম্পানিটির ইপিএস ছিল ২২ টাকা ১০ পয়সা এবং এনএভি ছিল ২১৯ টাকা ৩৬ পয়সা।

খুলনা পাওয়ার

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩০ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দিয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ ডিএসই’কে জানিয়েছে, ইতোমধ্যে নগদ লভ্যাংশ অনলাইনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আর শেয়ার লভ্যাংশ বিনিয়োগকারীদের বিওতে জমা হয়েছে।

সমাপ্ত অর্থবছরে (৩০ জুন, ২০১৮) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১৮ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে (৩০ জুন, ২০১৭) কোম্পানিটির ইপিএস ছিল ৫ টাকা ০৭ পয়সা এবং এনএভি ছিল ২৬ টাকা ২০ পয়সা।

ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ ডিএসই’কে জানিয়েছে, ইতোমধ্যে নগদ লভ্যাংশ অনলাইনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর