সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন চলছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 19:11:10

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন কার্যক্রম। এদিন লেনদেনের শুরুতেই বেলা পৌনে ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বাড়ে ২৮ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ২৩ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেন শুরুর প্রথম থেকে সূচক বাড়তে থাকে। লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক ধীরে ধীরে কমতে থাকে। বেলা পৌনে ১১টার দিকে সূচক আগের দিনের কাছাকাছি চলে আসে। কিন্তু এরপর থেকে সূচক আবারও বাড়তে থাকে। আর বেলা সোয়া ১১টার দিকে ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৭৯৯ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০২টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিঙ্গার বিডি, বিবিএস কেবল, ন্যাশনাল হাউজিং, অ্যাটলাস বাংলা, জেএমআই সিরিঞ্জ, ইফাদ অটোমোবাইল, সিভিও পেট্রোকেমিক্যাল, ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং ব্র্যাক ব্যাংক।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ২৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭১৩ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪২৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৭৪৭ পয়েন্টে অবস্থান করে।

এদিন সোয়া ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- পিপলস লিজিং, এমারেল্ড অয়েল, সোনারগাঁও ইন্ডাস্ট্রিজ, জেএমআই সিরিঞ্জ, বিডি ল্যাম্বস, কে অ্যান্ড কিউ, নিটল ইন্সুরেন্স, আরগন ডেনিমস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ওআইএমইএক্স।

এ সম্পর্কিত আরও খবর