আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ বিভিন্ন সড়ক

পোশাক শিল্প, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 20:51:25

পোশাক শ্রমিকদের গত কয়েক দিনের টানা বিক্ষোভে বুধবারও চলমান রয়েছে। রাজধানীর উত্তরা, কালশী, মিরপুর, সাভার, আশুলিয়ার বিভিন্ন রাস্তা অবরোধ করে রেখেছে গার্মেন্টস শ্রমিকরা।

এতে বুধবার (৯ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর ভেতরের মিরপুর, আবদুল্লাহপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। সাভার, আশুলিয়ার বিভিন্ন জায়গায় পোশাক শ্রমিকদের সাথে দফায় দফায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হচ্ছে।

বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জ্যামে আটকে পড়েছেন হাজার হাজার মানুষ।

অন্যদিকে গতকাল বিক্ষোভরত সুমন মিয়া নামের এক শ্রমিকের মৃত্যুর ঘটনা অনেকটা আগুনে ঘি ঢালার মতো অবস্থা তৈরি করেছে। পোশাক শ্রমিকদের কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানা যায় বিজিএমইএ থেকে।

৮ জানুয়ারি শ্রমভবনে শ্রম পরিবেশ শান্ত করতে ত্রিপক্ষীয় বৈঠক করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তখন ১২ সদস্য বিশিষ্ট ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়। শুধু তাই নয় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেওয়া হয়।

এরপর ফের বুধবার সকাল থেকেই শ্রমিকরা গার্মেন্টস শিল্প অধ্যুষিত এলাকাগুলোতে রাস্তায় নেমে অবরোধ করেন।

এর ফলে ফের বাংলাদেশের পোশাক শিল্প ইমেজ সংকটে পড়তে পারে বলে মনে করছেন গার্মেন্টস মালিকরা।

এ সম্পর্কিত আরও খবর