মালিকরা কথা দিয়েছেন খেলাপি ঋণ বাড়বে না: অর্থমন্ত্রী

ব্যাংক বীমা, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 17:49:11

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, `ব্যাংকের মালিকরা নিশ্চয়তা দিয়েছেন, আজ (বৃহস্পতিবার) থেকে আর খেলাপি ঋণ বাড়বে না।’

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রনালয়ে ব্যাংকার এসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি)-এর নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, ‘আজ থেকে আর এক টাকাও খেলাপি ঋণ বাড়বে না। এ বিষয়ে ব্যাংকের মালিকরা আমাকে কথা দিয়েছেন। তবে এখন পর্যন্ত যে পরিমাণ খোলাপি ঋণ রয়েছে তা ধীরে ধীরে কমিয়ে আনা হবে।’

এ সময় মন্ত্রী খেলাপী ঋণ কমিয়ে আনার জন্য ব্যাংক পরিচালকদের সংগঠন বিএবিসহ সকলের কাছে সহযোগিতা চেয়েছেন। এছাড়া যারা ঋণ নিয়ে ফেরত দিচ্ছেন না তাদের তালিকা চেয়েছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদারসহ অন্য ব্যাংকের চেয়ারম্যানরা।

এ সম্পর্কিত আরও খবর