অনুমোদিত মূলধন বাড়াবে মুন্নু সিরামিক

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 12:52:04

পুঁজিবাজারের তালিকাভুক্ত মুন্নু সিরামিকস কোম্পানির পরিচালনা পরিষদ কোম্পানির অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সাধারণ শেয়ারহোল্ডারদের সমর্থন নিতে কোম্পানি কর্তৃপক্ষ বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করার প্রস্তাব করেছে। এজন্য মেমোরেনডাম অব অ্যাসেসিয়েশন অ্যান্ড ক্লজ-৩ সংশোধন করার প্রয়োজন পড়বে। এসব বিষয়ে সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৬ মার্চ ধামরাইয়ের ইসলামপুরে কোম্পানির অফিসে ইজিএম আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ফেব্রুয়ারি।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, মুন্নু সিরামিকসে বর্তমান পরিশোধিত মূলধন ৩২ কোটি ৬৬ লাখ টাকা। সিরামিকস খাতের এ কোম্পানিটির বর্তমানে বাজারে ৩ কোটি ২৬ লাখ ৬১ হাজার ৭৪৭টি শেয়ার আছে।

এ সম্পর্কিত আরও খবর