হাতিল উইয-এর মাধ্যমে থ্রিডি ইন্টেরিয়র লুক!

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-28 08:23:33

বাণিজ্য মেলা থেকে: দেশের অন্যতম ফার্নিচার বিপণনকারী প্রতিষ্ঠান 'হাতিল' বাণিজ্য মেলা উপলক্ষে প্রতিবারই ক্রেতাদের জন্য বিশেষ কিছু নিয়ে হাজির হয়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৪ তম আসরেও এর ব্যতিক্রম হয়নি।

আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের ফার্নিচার যারা পছন্দ করেন তাদের জন্য এবারও মেলা উপলক্ষে বিশেষ আয়োজন করেছে হাতিল।

বাণিজ্য মেলা উপলক্ষে মূল্যছাড় ও নতুন ডিজাইনের ফার্নিচারের পাশাপাশি 'হাতিল উইয-এর মাধ্যমে ক্রেতাদের দেখিয়ে দেওয়া হচ্ছে থ্রিডি ইন্টেরিয়র লুক।

অন্যদিকে হাতিল প্রথমবারের মতো দেশে কাস্টমাইজড ফার্নিচার নিয়ে এসেছে ক্রেতাদের জন্য। এছাড়া পণ্য ভেদে ৫-১৫ শতাংশ মূল্যছাড়ও রয়েছে  সকল ফার্নিচারে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বাণিজ্য মেলায় অবস্থিত হাতিল ফার্নিচারের ৪১ নাম্বার প্রিমিয়াম প্যাভিলিয়ন গিয়ে এসব তথ্য জানা গেছে।

হাতিলের প্রিমিয়াম প্যাভিলিয়নের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্রেতারা ফার্নিচার কেনার পর নিজ ঘরের ইন্টেরিয়র লুক নিয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়েন। কিন্তু ক্রেতাদের এই সমস্যার সমাধান নিয়ে এসেছে হাতিল।

ফার্নিচার কেনার পর কিভাবে ঘর সাজাবেন ক্রেতারা তা হাতিল উইযের মাধ্যমে থ্রিডি ইন্টেরিয়র লুক দেখিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া ক্রেতাদের ইন্টেরিয়র ডিজাইনের টুডি লে আউট ও থ্রিডি প্রিন্ট আউট দেওয়া হচ্ছে।

এ বিষয়ে হাতিলের রিটেল চ্যানেলের ডেপুটি ম্যানেজার লায়লা ইসরাত জাহান বার্তা২৪.কমকে বলেন, ফার্নিচার কেনার সময় ক্রেতারা বাসা বাড়িতে এর সেট আপ নিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়েন। তাই আমরা হাতিল উইযের মাধ্যমে ক্রেতারা ফার্নিচার কেনার পর থ্রিডিতে এর ইন্টেরিয়র লুক দেখিয়ে দিচ্ছি। এছাড়া থ্রিডি ইন্টেরিয়র লুকের প্রিন্ট আউটও দিয়ে দিচ্ছি।

হাতিল ফার্নিচারের প্রিমিয়াম প্যাভিলিয়নের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, এবারই দেশে প্রথমবারের মতো কাস্টমাইজড ফার্নিচার নিয়ে এসেছে হাতিল। বাণিজ্য মেলা উপলক্ষে চারটি কাস্টমাইজড সোফা, ১ টি বেড সোফা ও অফিস ফার্নিচার রয়েছে ক্রেতাদের জন্য। এসব ফার্নিচারের বিশেষত্ব হচ্ছে ব্যবহারকারীরা  কাস্টমাইজড করে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন।

এ বিষয়ে হাতিলের রিজিওনাল ইনচার্জ ও ডিলার অপারেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো.নাজমুল হক দেওয়ান বার্তা২৪.কমকে বলেন, ‘আমরাই দেশে প্রথমবারের মতো কাস্টমাইজড ফার্নিচার নিয়ে এসেছি। আমাদের সোফাগুলো ক্রেতারা টোল কিংবা ডিভাইন হিসেবে যেমন ব্যবহার করতে পারবেন, তেমনি সোফা হিসেবেও ব্যবহার করতে পারবেন।’

‘তাছাড়া আমাদের একটি সোফা বেড রয়েছে। এটিকে ব্যবহারকারীরা একদিকে যেমন সোফা অন্যদিকে বেড হিসেবেও ব্যবহার করতে পারবেন।’

তিনি বলেন, তাছাড়া আমাদের অফিস ফার্নিচারসহ মোটামুটি সকল ফার্নিচারেই কাস্টমাইজিং সুবিধা রয়েছে।

মেলা উপলক্ষে হাতিলের প্রতিটি ফার্নিচারের ৫-১৫ শতাংশ মূল্যছাড় রয়েছে। মেলা চলাকালীন এ সুবিধা  ক্রেতারা সারাদেশে অবস্থিত হাতিলের যে কোনো শোরুমে পাবেন। এছাড়া ৩, ৬, ৯ ও ১২ মাসের ইএমআই সুবিধাতে ক্রেতারা ক্রেডিট কার্ডের মাধ্যমে হাতিলের ফার্নিচার কিনতে পারবেন।

এ সম্পর্কিত আরও খবর