প্রতিদিন ৮,৪০০ মেট্রিক টন উৎপাদন বাড়াতে চায় এমআই সিমেন্ট

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 20:03:29

পুঁজিবাজারের তালিকাভুক্ত এমআই সিমেন্ট কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানিটির প্রতিদিনের উৎপাদন বাড়ানোর সিদ্ধন্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটির উৎপাদন দিনে ৮ হাজার ৪০০ মেট্রিক টন বাড়ানো হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানি প্রাঙ্গণে ৬ষ্ঠ ইউনিট স্থান করার প্রস্তাব করেছে। বর্তমানে ৫টি ইউনিট থেকে কোম্পানিটির প্রতিদিন মোট উৎপাদন হয় ১১ হাজার মেট্রিক টন। নতুন ইউনিট উৎপাদন শুরু করলে প্রতিদিনের উৎপাদন দাঁড়াবে ১৯ হাজার ৪০০ মেট্রিক টন। ফলে নতুন ইউনিটের প্রতিদিন উৎপাদন ক্ষমতা ৮ হাজার ৪০০ মেট্রিক টন।

আরো জানা গেছে, সিভিল কনস্ট্রাকশনসহ নতুন এই ইউনিট স্থাপনে মোট ব্যয় ধরা হয়েছে ৬০০ কোটি টাকা। নতুন এই ইউনিটের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০২১ সাল।

এ সম্পর্কিত আরও খবর