নতুন ২ প্রযুক্তি এনেছে বিএনও

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 08:25:35

নতুন প্রযুক্তির দুই লুব্রিক্যান্ট ও ট্রান্সফর্মার অয়েল চালু করেছে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের বিএনও। যেটি ইঞ্জিনের কার্যক্ষমতা বাড়ায় এবং পরিবেশ বান্ধব। নতুন  প্রযুক্তি এই অয়েলগুলো ইঞ্জিনের কার্যক্ষমতা বৃদ্ধি করে ও লুব্রিকোন্স পদ্ধতির নির্গমন কমায়।

রোববার (২০ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে এই নতুন প্রযুক্তির ইঞ্জিন অয়েলের  ঘোষণা দেয় বিএনও। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- বুয়েটের উপাযার্য ড. সাইফুল ইসলাম, কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইজাজ হুসাইন।

নাফটেন টেকনোলজি নামে এই প্রযুক্তিটি  ট্রান্সফর্মারের তেলে ব্যবহার করা হয় এবং যা পরিবেশ বান্ধব। কারণ এটি নিম্নতাপমাত্রা তৈরি করে। নাফটেকনোলজি সুইডেন ও ন্যানো টেকনোলজি ফিনল্যান্ডে কারিগরি সহায়তায় বাংলাদেশে বিএনও লুব্রিক্যান্ট সংযোজন করেছে।

অনুষ্ঠানে লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমাদের লক্ষ্য হলো অটোমোটিভ, সিমেন্ট, টেক্সটাইল, স্টিল, পেট্টোকেমিক্যাল, ফার্মাসিটিউক্যালস, এগ্রিকালচার, ইন্জিনিয়ারিং কোম্পানি, ফিলিট অর্নার এবং অন্যান্য সকল প্রতিষ্ঠানের জন্য একটি সমন্বিত পণ্য উৎপাদন। আমাদের বিশ্বাস পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, বিপণন ও লুব্রিকেন্স ব্যবহারকারীরা এই পণ্য দ্বারা উপকৃত হবেন।’

বিডা’র চেয়ারম্যান কাজি এম আমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের প্রচুর সুযোগ আছে যে কোনো সেক্টরে উন্নতির করার। কারণ বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে।’

লুব রেফের কার্যক্রম বাংলাদেশের শুরু করায় অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, ‘সামনের দিনটি বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে যেখানে জ্ঞ্যান এবং প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে যে কোনো সেক্টরে উন্নয়ন করতে হবে।’

আয়োজিত অনুষ্ঠানে এ খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর