সূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 21:19:46

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক বেড়ে চলছে লেনদেন কার্যক্রম। এদিন লেনদেনের শুরুতেই সূচক বাড়তে থাকে। বেলা সোয়া ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বাড়ে ১৩ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ২৭ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেন শুরুর প্রথম থেকে সূচক বাড়তে থাকে। লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা পৌনে ১১টার দিকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকলেও এরপর আবারও বাড়তে থাকে। বেলা পৌনে ১১টার দিকে ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯০১ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৪১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৬টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- সোনার বাংলা ইন্স্যুরেন্স, ড্রাগন সোয়েটার, ফার্মা এইড, লংকা-বাংলা ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, অগ্রণী ইন্স্যুরেন্স, শাশা ডেনিমস, ইউনাইটেড পাওয়ার, বিবিএস কেবল এবং রূপালী ইন্স্যুরেন্স।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ২৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৪৬ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬৮০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ১২৩ পয়েন্টে অবস্থান করে।

এদিন সোয়া ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি, এমারেল্ড অয়েল, সোনার বাংলা ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, মুন্নু সিরামিকস, ডিবিএইচ, ইউনাইটেড এয়ার, ন্যাশনাল পলিমার, পপুলার ফার্স্ট মিউচ্যুয়া ফান্ড, এবং আইসিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

এ সম্পর্কিত আরও খবর