বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচীতে বই হস্তান্তর করল বিকাশ

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 09:53:04

সম্প্রতি বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিকাশের চীফ এক্সর্টানাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ) কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এর হাতে বই তুলে দেন।

বিকাশ এবারও যুক্ত হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের দেশ ভিত্তিক উৎকর্ষ (বই পড়া) কার্যক্রমের আওতায় বই পড়া সম্প্রসারণ কর্মসূচীতে।

এ বছর বিকাশ বই পড়া কার্যক্রমে ৪০ হাজার বই দিয়েছে। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত এই কর্মসূচীতের দুই লাখের বেশি বই দিয়েছে বিকাশ। এবছর সারাদেশের প্রায় ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানে এই বই বিতরণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর