ডিএসইর প্রধান সূচক ৬, সিএসইতে বেড়েছে ১৪ পয়েন্ট

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 11:39:02

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচক সামান্য বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ পয়েন্ট এবং সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ১৪ পয়েন্ট।

এছাড়া উভয় পুঁজিবাজারে এদিন মোট লেনদেন হয়েছে ৯২৬ কোটি ৬১ কোটি টাকা। যার মধ্যে ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯০ কোটি ৬৬ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯৫ লাখ টাকা। গত কার্যদিবস সোমবারে উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয় ৯১৭ কোটি ৫২ কোটি টাকা। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেন শুরুর প্রথম থেকে সূচক বাড়তে থাকে। লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে যায়। এরপর বেলা ১০টা ৫৫ মিনিট পর্যন্ত সূচক একই ধারায় চলতে থাকে। বেলা ১১টার দিকে সূচক বাড়ার প্রবণতা আবারও বাড়তে থাকে। এসময় ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বাড়ে। এরপর সূচক গত কার্যদিবসের চেয়ে কমে যায়। কিন্তু বেলা দেড়টার পর থেকে সূচক আবার বাড়তে থাকে। লেনদেনে শেষে ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮৬৫ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৯ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ২২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম।

মঙ্গলবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- প্রিমিয়ার ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ঢাকা ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, সায়হাম কটন, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট নিটিং, বঙ্গজ এবং আইএফআইসি ব্যাংক।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৭৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬০৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- এসএস স্টিল, সোনার বাংলা ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, কে অ্যান্ড কিউ, খান ব্র্রাদার্স পিপি ওভেন পেপার মিল, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ব্যাংক এবং ন্যাশনাল ফিড।

এ সম্পর্কিত আরও খবর