ভূমি অফিসের ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 03:57:31

পরস্পর যোগসাজসে প্রতারণাপূর্বক ক্ষমতার অপব্যবহার করে একজনের জমি অন্যজনের নামে রেজিস্ট্রি করে দেয়ার অভিযোগে কানুনগোসহ ভূমি অফিসের ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন করেছে।

বৃহস্পতিবার( ২৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য বার্তা২৪.কমকে নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, তাদের বিরুদ্ধে একজনের জমি অন্যজনের নামে এবং দলিল টেম্পারিং করা অভিযোগ রয়েছে ।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, কর্ণফুলী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা সুমন চৌধুরী, চৌধুরী আবু বক্কর হোসেন ইবনে কাশেম, চৌধুরী মোহাম্মদ আবু নাসের ইবনে কাশেম। ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মোঃ আকরাম হোসেন।

এছাড়াও দলিল টেম্পারিং এর সাথে জড়িতরা হলেন, মংনি মার্মা, রাঙ্গুনিয়ার সাব রেজিস্ট্রি অফিসের অতিরিক্ত  নকল নবীশ বটন দাশ, সৈয়দুল আলম । ফেনীর সোনাগাজী উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা আতাউর রহমান।

তাদের বিরুদ্ধে  দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ০১টি মামলা দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

এ সম্পর্কিত আরও খবর