রাজস্ব ব্যবস্থার সংস্কার প্রয়োজন: অর্থমন্ত্রী

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 22:38:07

দেশের রাজস্ব ব্যবস্থার অনেক সংস্কার করা হয়েছে, আরও সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘সবক্ষেত্রে দরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আমাদের চাহিদা অনেক। সবাই মিলে চেষ্টা করলে এ চাহিদা পূরণ করা সম্ভব।’

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) এনবিআর‘র সভাকক্ষে সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বিদায়ী শুভেচ্ছা এবং নবনিযুক্ত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে শুভেচ্ছা জানাতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মুস্তফা কামাল বলেন, ‘গত ১০ বছরে এনবিআরে ব্যাপক সংস্কারের ফলে ৫৪ হাজার কোটি থেকে প্রায় ৩ লাখ কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভাব হচ্ছে। তবে ২০৪১ সালের মধ্যে আমরা পৃথিবীর ২০তম অর্থনীতির দেশে রূপান্তরিত হতে চাই। তাই আমাদের আরও বেশি রাজস্ব প্রয়োজন। এক্ষেত্রে আরও সংস্কার প্রয়োজন। মানুষের সাথে গল্প করে ও বুঝিয়ে রাজস্ব বাড়াতে হবে।’

তিনি আরো বলেন, ‘গত ১০ বছরে মাথাপিছু আয় ৫৩৮ মর্কিন ডলার থেকে এক হাজার ৭৫১ ডলারে পৌঁছেছে। এই সময়ে ১৭টি দেশকে পেছনে ফেলে ৫৮ ৪১তম অর্থনীতির দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে বিশ্বের ধনী ২০ দেশের সংগঠন ‘জি-২০’ এর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু আমরা কিছুই জানি না। আমরা সবাই চেষ্টা করলে ২০৪১ সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে পেছনে ফেলে ‘জি-২০’তে অন্তর্ভুক্ত হতে পারবো। এ জন্য শিক্ষার গুণগত মানের পরিবর্তন দরকার।’

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিষয়ে তিনি বলেন, ‘মুহিত ভাই খুব স্পষ্টবাদী ও সজ্জন ব্যক্তি। গত ১০ বছরে যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুহিত ভাইয়ের অবদান অনস্বীকার্য। মুহিত ভাই অবসরে যাওয়ার আগেই বলেছিলেন, তার উত্তরসূরীদের দিক নির্দেশনা দিয়ে যাবেন। আশা করি তার দিক নির্দেশনা পাবো এবং সেই দিক নির্দেশনা মোতাবেক আগামীতে পথ চলবো।’

এদিকে, সকাল ১১টার দিকে নবনিযুক্ত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এনবিআর চত্তরে গেলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান এনবিআর’র চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। পরে তাকে নিজের রুমে নিয়ে যান। এর ৫ মিনিট পর সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকেও সেখানে নিয়ে আসা হয়। 

বিদায় ও বরণ অনুষ্ঠানের শুরুতে আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন মোশাররফ হোসেন ভুঁইয়া। অবসর নিলেও তিনি এনবিআরের অভিভাবক হয়ে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি অবসরে গিয়েছি। তবে এখনও সব একেবারে বন্ধ করে দেইনি। বর্তমান অর্থমন্ত্রী যদি প্রয়োজন মনে করেন তাহলে আমি তাকে সহযোগীতা করতে প্রস্তুত আছি। আমি আগামী বাজেটের বিষয়ে দিক নির্দেশনা দিয়ে যাবো।’

তিনি আরো বলেন, ‘গত ১০ বছরে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। আগামী ৫ বছরে অর্থনীতি যে ভিত্তির ওপর দাঁড়াবে তাতে সহজেই সেটা নড়ানো সম্ভব হবে না। যদি কেউ দেশের অর্থনীতির ক্ষতি করতে চায় তাহেল তাকে কঠিন সাধনা করতে হবে।’

মুহিত বলেন, ‘আগে করবিভাগ ভয়ংকারভাবে জনবিচ্ছিন্ন ছিল। এখন সে অবস্থা আর নেই। এখন তরুণরা আয়কর দিচ্ছে। বর্তমানে আয়কর রিটার্ন দেন ৩০ লাখ। এটাকে এক কোটিতে উন্নীত করা সম্ভাব। সেক্ষেত্রে করদাতার সংখ্যা বাড়ানোর জন্য বিশ্ব বিদ্যালয়ের ছাত্রদের দিয়ে একটি জরিপ চালানো যেতে পারে। তারা বাড়ি বাড়ি গিয়ে সম্পদের হিসাব নিয়ে আসবে। সে সম্পদের ভিত্তিতে কর নির্ধারণ করা যেতে পারে।’

এ সম্পর্কিত আরও খবর