গত এক বছরে দেশের তিন বড় সেতু থেকে টোল আদায় হয়েছে মোট ১ হাজার ৪শ ৭২ কোটি ৫ লাখ টাকা। সেতু বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় তিনটি সেতু থেকে এ টোল আদায় করা হয়েছে।
সেতু তিনটি হলো- যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু, ধলেশ্বরী নদীর উপর মুক্তারপুর সেতু এবং পদ্মা সেতু বলে সংসদকে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতু (সেতু বিভাগ) মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৪ অর্থবছরের বাজেট অধিবেশনে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ তথ্য জানান।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
ওবায়দুল কাদের জানান, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের ১ জুলাই ২০২৩ থেকে ১৯ জুন (২০২৪) পর্যন্ত এই সেতুগুলো থেকে আদায়কৃত টোলের পরিমাণ হলো, পদ্মা সেতু থেকে ৮শ ১১ কোটি ৫৭ লাখ টাকা, বঙ্গবন্ধু সেতু থেকে একই সময়ে ৬শ ৪৮ কোটি ৮৭ লাখ টাকা এবং মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু থেকে ১১ কোটি ৬১ লাখ টাকা।
৬ জুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়।