বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই রোববার (৩০ জুন) জাতীয় সংসদে পাস হয়েছে, ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট। ২০২৪-২৫ অর্থবছরের জন্য পাস হওয়া এই বাজেট কার্যকর হচ্ছে সোমবার (১ জুলাই) থেকে।
‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’- এই স্লোগানকে সামনে রেখে ৬ জুন জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এটি দেশের ৫৩তম ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম বাজেট।
প্রতিবারের মতো এবারের বাজেটেও বিভিন্ন ধরনের পণ্যের চাহিদা ও প্রয়োজনের কথা মাথায় রেখে শুল্ক ও কর হ্রাস-বৃদ্ধি ঘটেছে। এর মধ্যে শুল্ক ও কর হ্রাস করা হয়েছে, এমন কিছু পণ্যের মধ্যে আছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, চিকিৎসা, প্রযুক্তি, নির্মাণসামগ্রীসহ আরো বেশ কিছু পণ্য। তবে বিভিন্ন অংশীজন ও ভোক্তাদের সঙ্গে কথা বলে পাস হওয়া বাজেটের প্রভাব টের পাওয়া যায়নি বাজারের কোথাও।
ল্যাপটপ ও কম্পিউটারের যন্ত্রাংশের মূল্যে বাজেটের প্রভাব
ল্যাপটপ ও কম্পিউটার যন্ত্রাংশের ওপর বাজেটে শুল্ক কমানো হয়েছে। তবে সে প্রভাব কতটা পড়েছে মার্কেটে, তা জানতে সোমবার (১ জুলাই) আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট আইডিবি ভবনে গিয়ে হতাশ হতে হয়। ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেও পাওয়া যায়নি কোনো ধরনের সুখবর।
‘স্টার টেক কম্পিউটার্স’-এ কম্পিউটার কিনতে আসা যুবায়ের ও সামিউল নামে দুই ক্রেতার সঙ্গে কথা হয় বার্তা২৪.কম প্রতিবেদকের।
কম্পিউটার কিনবেন বলে অনেকদিন ধরেই খোঁজখবর রাখছেন বিভিন্ন যন্ত্রাংশের মূল্যের। অনলাইন ও অফলাইন দুই জায়গাতেই বিভিন্ন ওয়েবসাইট ও দোকান ঘুরে মূল্য যাচাই করতে দেখা যায় তাদের। তবে এই এক মাসেরও বেশি সময়ের মধ্যেও মূল্যে কোনো ধরনের পার্থক্য চোখে পড়েনি তাদের।
তারা জানালেন, একেক জায়গায় একেক দাম। তবে এই সময়ের মধ্যে কোনোকিছুর দাম কমেছে বলে মনে হয়নি। দাম আগের মতোই একই তো দেখতে পাচ্ছি!
রায়ান'স কম্পিউটারের বিক্রয়কর্মী ইমন বলেন, 'বাজেটের পর আমাদের নতুন কোনো শিপমেন্ট হয়নি। আমাদের যা প্রোডাক্ট আছে, তা সবই আগের। নতুন এলসি খুলে নতুন পণ্য আনলে তখন হয়ত দাম কমতে পারে। সে ক্ষেত্রে তখন হয়ত ক্রেতারা কিছুটা সুবিধা পেতে পারেন’।
‘কম্পিউটার ভিলেজ’-এর আইডিবি শাখার ম্যানেজার এস এ সাব্বির বার্তা২৪.কমকে বলেন, ‘আমি বিষয়টা নিয়ে এখনো পরিষ্কার না। তবে আমদানিকারকদের কাছ থেকে এখন পর্যন্ত যা জানতে পেরেছি, তাতে মনে হচ্ছে- যেই লাউ, সেই কদু! এক জায়গা থেকে ১০ শতাংশ কমিয়ে আরেক জায়গায় ১০ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে’।
সাব্বির বলেন, ‘তবে সত্যি সত্যিই যদি শুল্ক কমে থাকে, তাহলে অবশ্যই দাম কমবে। আমরা এই সেক্টরে কেউই সাধারণত ২-৫ শতাংশের বেশি লাভ কোনো প্রোডাক্টে করতে পারি না। যদি শুল্ক কমে থাকে, তাহলে সে সুবিধা গ্রাহক পাবেন’।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য পাস হওয়া বাজেটে ল্যাপটপ ও কম্পিউটার যন্ত্রাংশে যথাক্রমে ১০.৫ ও ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
ল্যাপটপ ও কম্পিউটার যন্ত্রাংশে শুল্ক কমানোর বিষয়ে বাজেটে বলা হয়েছে, আমদানিকারকদের বর্তমানে ল্যাপটপ আমদানিতে ৫ শতাংশ শুল্কসহ মোট ৩১ শতাংশ শুল্ক-কর দিতে হচ্ছে। তবে বাজেটে শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ এবং ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে শুল্ক-কর ৩১ শতাংশ থেকে কমিয়ে ২০.৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
কারণ হিসেবে বলা হয়েছে, সরকার আগে স্থানীয় প্রস্তুতকারকদের সুরক্ষা দিতে ল্যাপটপ আমদানিতে কর বাড়িয়েছিল। তবে এমন পদক্ষেপে শেষপর্যন্ত গ্রাহকদের খরচ বেড়েছে। কারণ, স্থানীয়ভাবে উৎপাদিত ল্যাপটপের মান ও দাম নিয়ে ক্রেতারা সন্তুষ্ট নন।
অন্যদিকে, কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী আমদানির জন্য আমদানিকারকরা কোনো শর্ত ছাড়াই শুধুমাত্র ৫ শতাংশ আমদানি শুল্ক প্রদান করে সব ধরনের কম্পিউটার ও প্রিন্টারের যন্ত্রাংশ ইত্যাদি আমদানি করতে পারেন, যা প্রকৃত কম্পিউটার সামগ্রী উৎপাদকদের জন্য অসুবিধাজনক। তাই, বাজেটে ওই শুল্ক প্রত্যাহার করার কথা বলা হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যে বাজেটের প্রভাব
একইভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত ৩০টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উৎসে কর কমানো হয়েছে।
২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে এসব পণ্যে উৎসে কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে- পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, ভোজ্যতেল, চিনি, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা এবং সব ধরনের ফলসহ ৩০ পণ্য।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বাজেটের প্রভাব দেখা যায়নি। সোমবার দেশের সর্ববৃহৎ কাঁচাপণ্যের পাইকারি বাজার কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, বাজেটের কোনো প্রভাব নেই বাজারে।
বাজেটের প্রভাব নিয়ে জানতে চাইলে কাঁচাপণ্যের আড়ৎদার ব্যবসায়ী আজগর আলী বার্তা২৪.কমকে বলেন, ‘আজ (সোমবার, ১ জুলাই) সকাল থেকেই বৃষ্টি। সে কারণে বাজারে কাস্টমার (ক্রেতা) কম। তাই, সব কিছুর দামও আজ কিছুটা কম। কিন্তু এখানে বাজেটের কোনো প্রভাব আছে বলে আমার মনে হয় না’।
কারওয়ান বাজারে বাজার করতে আসা ক্রেতা মার্জিয়া আক্তারও বাজেটের কোনো প্রভাব বাজারে দেখতে পাননি বলে জানান। মার্জিয়া আক্তার বলেন, 'আজকে তো সব কিছুর দামই কিছুটা কম মনে হচ্ছে। তবে এটা বৃষ্টির কারণে হতে পারে। কারণ, এগুলো তো আর রেখে দেওয়া সম্ভব না। তাই, একটু কম দামেই ছেড়ে দিচ্ছে। তবে কাল (মঙ্গলবার) দিন ভালো থাকলে দেখা যাবে, আবার দাম বেড়ে গেছে’!
মার্জিয়া আরো বলেন, ‘দাম তো সব আগেই বাড়িয়ে রেখেছে। এখন ১০ টাকা বাড়িয়ে ৫ টাকা কমালে আমাদের কী লাভ হবে’!
নির্মাণ সামগ্রীর ওপর বাজেটের প্রভাব
উচ্চ মূল্যস্ফীতির কারণে নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় সেখানেও কমানো হয়েছে শুল্ক। বাজেটে আবাসনসহ বিভিন্ন নির্মাণখাতে ব্যবহৃত হওয়া রড, বার ও এঙ্গেল তৈরির কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
বাজেটে দাম কমলেও বাজারে সে প্রভাব এখনো পড়েনি। একইদিন কথা হয়, মিরপুর শেওড়াপাড়ার আলাউদ্দিন ট্রেডার্স-এর মালিক মো. আলাউদ্দিন এর সঙ্গে। তবে তিনিও কোনো সুখবর দিতে পারেননি। মো. আলাউদ্দিন বলেন, ‘বাজেটে কমানো হয়েছে কি না, বলতে পারি না। তবে আমাদের এখানে সব কিছু আগের দামেই বিক্রি হচ্ছে। আমরা আগে যে দামে রড কিনে আনতাম, এখনো একই দামে কিনে আনি। যদি সরকার শুল্ক কমিয়ে থাকে, তাহলে হয়ত দাম কমবে। তবে সময় লাগবে’।
এসব পণ্য ছাড়াও ২০২৪-২০২৫ সালের বাজেটে আরো বেশ কিছু পণ্যে শুল্ক-কর কমানো হয়েছে। এর মধ্যে আছে-
প্যাকেটজাত গুঁড়াদুধ
প্যাকেটজাত গুঁড়াদুধ আমদানিতে কমানো হয়েছে করের হার। আড়াই কেজি ওজন পর্যন্ত গুঁড়া দুধের ওপর কর হার ৮৯.৩২ শতাংশ থেকে কমিয়ে ৫৮.৬০ শতাংশ করা হয়েছে।
বিদেশি চকোলেট
এবারের বাজেটে বড় ধরনের কর হার কমানো হয়েছে চকোলেট আমদানিতে। এখাতে সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ২০ শতাংশ।
কিডনি ডায়ালাইসিসের ফিল্টার
কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার ও সার্কিট আমদানির শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে।
কার্পেট
কার্পেট তৈরির প্রধান কাঁচামাল পলিপ্রোপাইলিন ইয়ার্ন আমদানির শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে দেশে তৈরি কার্পেটের দাম কমতে পারে।
ডেঙ্গু কিট
ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় কিট আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। বর্তমানে ডেঙ্গু রোগীদের এনএস-১ এন্টিজেন পরীক্ষার খরচ সরকারি হাসপাতালের জন্য ১শ টাকা এবং বেসরকারি হাসপাতালের জন্য ৩শ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিভিন্ন পণ্যের মূল্যে বাজেটের প্রভাব
এছাড়াও বাসা-বাড়িতে ব্যবহৃত সুইচ-সকেট, ইলেকট্রিক মোটর, উড়োজাহাজের ইঞ্জিন-প্রপেলার, মোটরসাইকেলের সিকেডি ইঞ্জিনের পার্টসে কমানো হয়েছে শুল্ক-কর।ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কাঁচামাল আমদানিতেও দেওয়া হয়েছে রেয়াতি সুবিধা। ফলে, ক্যান্সার চিকিৎসায়ও কমতে পারে খরচ।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার এই বাজেটে আছে, ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকার বিশাল বাজেট ঘাটতি। এর মধ্যে বৈদেশিক ঋণ নেওয়া হবে এক লাখ ২৭ হাজার ২০০ কোটি টাকা আর অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ১ লাখ ৬০ হাজার কোটি টাকা।