সূচক বেড়ে উভয় পুঁজিবাজারের লেনদেন  চলছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 22:33:11

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন বেড়ে চলছে এদিনের কার্যক্রম। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ৪০ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেন শুরুর প্রথম থেকে সূচক সামান্য বাড়ে। তবে লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যে সূচক কমতে থাকে। লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা ওঠানামা করতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে ডিএসইএক্স সূচক গত কার্যদিবসের চেয়ে ১০ পয়েন্ট কমে যায়। তবে ১০টা ৫০ মিনিটের পর সূচক আবার বাড়তে থাকে। বেলা ১১টার দিকে ডিএসই’র প্রধান সূচক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯৬৫ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৩১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২১৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্রামীণ ফোন, ইউনাইটেড পাওয়ার, এশিয়া ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, প্রিমিয়ার ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, প্রভাতি ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং পাওয়ার গ্রিড।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৪০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৮৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২৯৩ পয়েন্টে অবস্থান করে।

এদিন ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- প্রভাতি ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ইন্স্যুরেন্স, আইসিবি সোনালি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ইন্স্যুরেন্স এবং সানলাইফ ইন্স্যুরেন্স।

এ সম্পর্কিত আরও খবর