উভয় পুঁজিবাজারে সূচকে ধীর গতি

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 23:00:02

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেন সামান্য বেড়ে চলছে এদিনের কার্যক্রম। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে মাত্র ৪ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ৬ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে ১৫ পয়েন্ট সূচক বাড়ে। তবে লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বাড়ে। বেলা ১১টার দিকে ডিএসই’র প্রধান সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯০৮ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৩৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- প্রভাতী ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ইউনাইটেড পাওয়ার, এশিয়া ইন্স্যুরেন্স, গ্রামীণ ফোন, ইস্টার্নে হাউজিং, বিবিএস কেবল, লিগ্যাসি ফুটওয়্যার, বারাকা পাওয়ার এবং ওয়াটা কেমিক্যাল।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৭৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৭৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ১৪৯ পয়েন্টে অবস্থান করে।

এদিন ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- প্রভাতি ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, তুংহাই নিটিং এবং জিপিএইচ ইস্পাত।

এ সম্পর্কিত আরও খবর