উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে আজ

, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-25 16:49:52

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে ৬ হাজার ২০৬ পয়েন্টে উন্নীত হয়। ১৬ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ বেড়ে ২ হাজার ৩০২ দশমিক ৪৪ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। এদিকে ৪ দশমিক ৭ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ বেড়ে ১ হাজার ৪৩৩ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস। সারা দিনে ডিএসইতে ১০ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ৯৩৬টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫৬২ কোটি ৭১ লাখ ২৩ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫০২ কোটি ৪২ লাখ ৪৩ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৪৫টির ও অপরিবর্তিত ছিল ৫৯টির বাজারদর। এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ২৪ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৬৭ দশমিক ৯৩ পয়েন্টে উন্নীত হয়। ৫১ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৪০ দশমিক শূন্য ৫ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২১ কোটি ৪১ লাখ ২৭ হাজার ৪৪৩ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২১ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৪২২ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১১৮টির ও অপরিবর্তিত ছিল ২৫টির বাজারদর।

এ সম্পর্কিত আরও খবর