সূচক কমে উভয় পুঁজিবাজারের লেনদেন চলছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 21:02:35

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের মিশ্র প্রবণতায় চলছে এদিনের কার্যক্রম। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৯ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ২৮ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে ৪ পয়েন্ট সূচক বাড়ে। তবে এরপর সূচক টানা কমতে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটের মধ্যে সূচক গত কার্যদিবসের চেয়ে ৫ পয়েন্ট কমে যায়। বেলা ১১টার দিকে ডিএসই’র প্রধান সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৮৬৪ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক শূন্য দশমিক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৫৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- মুন্নু সিরামিকস, বাংলাদেশ সাবমেরিন কেবল, এশিয়া ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, ইনটেক অনলাইন, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, এসকে টিম্বার, ইউনাইটেড পাওয়ার এবং এডভেন্ট ফার্মা।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ২৮ পয়েন্ট কমে ১০ হাজার ৯১২ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১১২ পয়েন্ট কমে ১৫ হাজার ৫২২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৩ পয়েন্ট কমে ১৮ হাজার ১১ পয়েন্টে অবস্থান করে।

এদিন ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, সেন্ট্রাল ফার্মা, স্টান্ডার্ড সিরামিকস, জেএমআই সিরিঞ্জ, মুন্নু সিরামিকস, প্রাইম ব্যাংক, শাশা ডেনিমস, ইনটেক অনলাইন, সোনারগাঁও টেক্সটাইল এবং শাইন পুকুর সিরামিকস।

এ সম্পর্কিত আরও খবর