বাণিজ্য মেলায় অবৈধ মালামাল জব্দ

বিবিধ, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 01:46:54

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অভিযান চালিয়ে অনুমোদনহীন স্টল উচ্ছেদসহ অবৈধ মালামাল জব্দ করেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে গঠিত স্পেশাল মনিটরিং টিম।

শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে বাণিজ্য মেলায় নিয়মিত টহলদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন স্পেশাল মনিটরিং টিমের প্রধান ইপিবির উপ-পরিচালক মাহমুদুল হাসান।

এ সময় কয়েক জনকে জরিমানা করা হয় এবং মেলা প্রাঙ্গনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবাইকে সতর্ক করা হয়।

মাহমুদুল হাসান বলেন, ‘প্রতিদিন কয়েকবার মেলা প্রাঙ্গন পরিদর্শন করি। এ সময় কোনো অবৈধ প্রবেশকারীকে পেলে যথাযথ ব্যবস্থা নিই। আজকে কয়েকজন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাদের মালামাল নিয়ে মেলায় প্রবেশ করেছিল, তাদের মালামাল জব্দ করেছি। তাছাড়া আমরা মেলায় সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে সবসময় সচেষ্ট থাকি।’

মেলায় পকেটমারের উপদ্রব আছে এমন অভিযোগের ভিত্তিতে ইপিবির উপ-পরিচালক বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা এই বিষয়ে সতর্ক আছি এবং মনিটরিং টিম কাজ করে যাচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর