বন্যা কবলিতদের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের বেতন প্রদান করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা–কর্মচারীরা।
রোববার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টার দফতর বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও এর আওতাধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এক দিনের মূল বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।