ভোটের পর পুঁজিবাজারে ৮৯ হাজার নতুন বিনিয়োগকারী

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 14:27:14

ভোট পরবর্তী জানুয়ারি মাসে দেশের পুঁজিবাজারে নতুন করে ৮৯ হাজার ২৯৮ বিনিয়োগকারী এসেছে। সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, একাদশ সংসদ নির্বাচনের পর জানুয়ারি মাসের প্রায় সবদিন চাঙ্গা ভাবের মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। ফলে সূচক, লেনেদেন ও বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে।

এসবের ফলে ২০১০ সালের ধস পরবর্তী বিনিয়োগকারীর হারানো অনেক পুঁজি ফিরে পেতে শুরু করেছে। আর তাতে বাজারের আস্থা ও তারল্য সংকট দুটোই কাটতে শুরু করেছে।

দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি নতুন করে পুঁজিবাজারমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে ৮৯ হাজার নতুন বিও হিসাব বেড়েছে।

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের তথ্য সংরক্ষণকারী এ প্রতিষ্ঠানের তথ্য মতে, ২০১৯ সালের ১ জানুয়ারি দেশি-বিদেশি, পুরুষ-মহিলা উভয় প্রকার বিনিয়োগকারীদের মোট বেনিফিশিয়ারী ওনার্স (বিও) হিসাব ছিলো ২৭ লাখ ২৮ হাজার ৭৯৭টি।

সেই অবস্থা থেকে গত এক মাসে ৮৯ হাজার ২৯৮টি বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ১৮ হাজারে।

তিন শ্রেণীর সোয়া ২৮ লাখ বিনিয়োগকারীর মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের সংখ্যা ২৯ হাজার ৫৭০টি বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫৬ হাজার ৫৭৫টিতে।

আর নারীদের সংখ্যা ৯ হাজার ৪২৮টি বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৬৪০টি। বাকি ১৭৮টি বেড়ে ১২ হাজার ৭৮৫টি বিও হিসাব রয়েছে কোম্পানির নামে।

অন্যদিকে আবাসিক বিনিয়োগকারীদের সংখ্যা চার হাজার ৪৩০ বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬৮ হাজার ৯৫টিতে। আর দেশি বিনিয়োগকারীর স্যংখ্যা ৩৪ হাজার বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৭ হাজার ৯৫টি এবং বাকি ১৭৮টি বেড়ে ১২ হাজার ৭৮৫টি বিও হিসাব রয়েছে কোম্পানির নামে।

এছাড়াও ব্যক্তি বিনিয়োগকারীদের সংখ্যা ২৩ হাজার ৫৬০টি বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৬৯ হাজার ৯৪৬টি। জয়েন্ট বিনিয়োগকারীর সংখ্যা ১৫হাজার ৪৩৮টি বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৩৫ হাজার ২৬৯টি এবং বাকি ১৭৮টি বেড়ে ১২ হাজার ৭৮৫টি বিও হিসাব রয়েছে কোম্পানির নামে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। এখন বাজার ভালো হবে, দু-টাকা লাভ পাবে এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা বাজারে আসছেন।’

এ সম্পর্কিত আরও খবর