বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন ও আবুল খায়ের মো. আমিনুর রহমান সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ) তারা পদত্যাগ করেছেন বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ নিশ্চিত করেছেন।
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ৩ বছরের জন্য গঠন করা হয় কমিশন। কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগসহ ৪ দফা দাবিতে ১৪ আগস্ট থেকে আন্দোলন শুরু করে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনের মুখে ২০ আগস্ট পদত্যাগ করেন চেয়ারম্যান মো. নুরুল আমিন। আর ওই দিন থেকেই অফিসে আসা বন্ধ রেখেছেন কমিশনের ৩ সদস্য।