সূচকের মিশ্র প্রবণতায় চলছে উভয় পুঁজিবাজারের লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 07:17:18

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের মিশ্র প্রবণতায় চলছে এদিনের কার্যক্রম। বেলা পৌনে ১২টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ পয়েন্ট। তবে সিএসসিএক্স কমেছে ৬ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরুতেই বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে প্রায় ১২ পয়েন্ট। এরপর সূচক ধীরে ধীরে কমতে থাকে। তবে বেলা ১১টার পর সূচক গত কার্যদিবসের চেয়ে নেতিবাচক হয়ে যায়। তবে সাড়ে ১১টার পর সূচক আবার বাড়তে থাকে। বেলা পৌনে ১২টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮৩৪ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বেলা পৌনে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা পৌনে ১২টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- মুন্নু সিরামিক্স, সিয়াম টেক্সটাইল, বাংলাদেশ সাবমেরিন কেবল, ইউনাইটেড পাওয়ার, পাওয়ার গ্রিড, বাংলাদেশ শিপিং করপোরেশন, সিঙ্গার বিডি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, বারাকা পাওয়ার এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৬ পয়েন্ট কমে ১০ হাজার ৭৯২ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৬০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট কমে ১৭ হাজার ৮৪৭ পয়েন্টে অবস্থান করে।

এদিন পৌনে ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- সিএনএ টেক্সটাইল, মালেক স্পিনিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, প্রভাতী ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল, এসএস স্টিল, বাংলাদেশ শিপিং করপোরেশন, এবং সিয়াম টেক্সটাইল।

এ সম্পর্কিত আরও খবর