নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান

বাজারদর, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া | 2024-09-17 17:54:58

বগুড়ায় সরকার নির্ধারিত মূল্যে মুরগি ও ডিম বিক্রি নিশ্চিত করাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া শহরের ফতেহ আলী বাজারে অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যে পন্য বিক্রি করার আহ্বান জানানো হয়। অভিযানের খবর পেয়ে অনেক দোকানী দোকান বন্ধ করে পালিয়ে যান।

এসময় ক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নানা অভিযোগে ৩ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। একই সাথে বাজারে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে মূল্য তালিকা প্রদর্শিত করা, ক্রয় রশিদ সংরক্ষণ করাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক মেহেদী হাসান জানান, সরকার নির্ধারিত মূল্যে মুরগি ও ডিমসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আগামীতে এ ধরণের অভিযোগে আরো কঠোর আইন প্রয়োগ করা হবে। বাজার নিয়ন্ত্রণ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর