সূচক সামান্য বেড়ে চলছে উভয় পুঁজিবাজারের লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 07:50:32

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচক সামান্য বেড়ে চলছে এদিনের কার্যক্রম। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ পয়েন্ট। তবে সিএসসিএক্স কমেছে ১১ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরুতেই বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে প্রায় ১০ পয়েন্ট। বেলা ১১টা ৫০ মিনিটে সূচক ১৫ পয়েন্ট বাড়লেও এরপর কমতে থাকে। তবে বেলা ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮০৭ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক শূন্য দশমিক ০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- জেনেক্সজিল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিকস, প্রভাতী ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, গ্রামীণ ফোন, প্রিমিয়ার ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল এবং জেএমআই সিরিঞ্জ।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৩৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪০১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৭৫৮ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- জেনেক্সিল, এশিয়া ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, বেক্স সিনথ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, কেডিএস ইন্ডাস্ট্রিজ, এআইএল, প্রভাতী ইন্স্যুরেন্স, আইসিবি তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড এবং আমরামিট সিমেন্ট।

এ সম্পর্কিত আরও খবর