অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 12:29:06

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, `অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ব্যাংকের যে সকল কর্মকর্তা ঐ সকল ব্যবসায়ীদের সাথে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

বুধাবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১৯ এ অর্থমন্ত্রী এসব কথা বলেন। 

মুস্তফা কামাল বলেন, ‘দেশে দুই ধরনের ব্যবসায়ী রয়েছেন। প্রথম প্রকার হলো- যারা আসলেই ব্যবসা করতে চায়, এজন্য ঋণ নেয়। কিন্তু তারা মাঝে মাঝে হোঁচট খায়, ব্যবসার সময় যখন খারাপ হয়ে যায়। তখন খেলাপিতে পরিণত হয়, কিন্তু পরে ব্যবসা ভালো হলে তারা টাকা ফেরত দেন। এদের প্রতি সহনশীল হতে হবে।’

‘আরেক প্রকার হল অসাধু, ব্যাংক থেকে টাকা নেন কিন্তু ফেরত দেন না। যারা টাকা ফেরত দেন না, তারা সাবধান, কোনো ছাড় দেওয়া হবে না। টাকা ফেরত নেওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটাই করা হবে। একই সঙ্গে ব্যাংকের যে সকল কর্মকর্তা অসাধু ব্যবসায়ীদের সাথে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিটি ব্যাংকের জন্যে বিশেষ অডিট ব্যবস্থা করা হবে বলে জানান অর্থমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আগামী ২১ বছরের মধ্যে ২১টি দেশকে পিছিয়ে ফেলতে কাজ করছি। অবশ্যই ২০৪১ সালে আমরা এটা করতে পারবো।’

তিনি বলেন, ‘আমরা ছোট দেশ বলে জি-২০ সম্মেলনে দাওয়াত পাই না। এজন্য আমাদের লজ্জা লাগে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, রুপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, অর্থ সচিব আসাদুল ইসলাম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর